রাত ৩:২৮ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এনজি ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫

 

আইএফআইসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।

সম্মেলনে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জনাব এবতাদুল ইসলাম, জনাব ড. সাজ্জাদ জহির, জনাব কাজী মো. মাহবুব কাশেম এফসিএ।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান এবং সারাদেশের সব শাখার ব্যবস্থাপকেরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

এ সময় আলোচকরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব দিলীপ কুমার মণ্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *