রাত ৪:১২ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

অন্তর্বর্তী সরকারের সময়েও কেনো বিচারবর্হিভূত হত্যাকান্ড ঘটবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৫

 

 

ফ্যাসিস্ট সরকারের আমলের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কেনো বিচারবর্হিভূত হত্যাকান্ডের ঘটনা ঘটবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। আজ শনিবার নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন, শঙ্কা কিন্তু দিন দিন বাড়ছে। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন?
রিজভী বলেন, ড. ইউনুস সাহেব পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করে, এদেশের মানুষ পছন্দ করে যে, দেশের একজন গুনী মানুষ যিনি আন্তর্জাতিক সন্মান অর্জন করেছেন। তার সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো হোঁচট খাবে জনগণ।

রিজভী বলেন, যদি ওই ছেলেটি অপরাধী হয় তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে। কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ-মার কাছে ফেরত দেওয়া- এইটা এই আমলে হবে কেন? আমরা অনেক বিষয় এই সরকারের সমালোচনা করি। আমরা গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণ আরও ঘটবে, একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে জনগন তার সরকার গঠন করবে এই একটা পরিবেশের মধ্য দিয়ে যখন এসছি। যখন একটা ভয়ংকর রক্তপিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে এদেশের শিশু-কিশোর-তরুন-ছাত্র-জনতা সেই দেশে কেনো আবার শেখ হাসিনার শাসনামলের মতো বিচারবহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি হবে? এটা হতে পারে না

তিনি বলেন, বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী। সেই অপরাধের বিচার করার দায়িত্ব তো আদালতের। সেই আদালত যাতে ঠিক মতো কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায় বিচার করতে পারেৃ এটা নিশ্চিত করার দায়িত্ব জনগনের সমর্থিত একটা সরকারের। আর এই ইউনুস সাহেবের সরকারকে এদেশে গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে।

গত বৃহস্পতিবার তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছিল বলে পরিবার থেকে দাবি করা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানিয়েছিলেন। তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সদরের পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্রদের জায়গা ক্যাম্পাস মন্তব্য করে রিজভী বলেন, ছাত্ররা প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করছে। তাহলে তো ব্যবসায়ীরা তাদের পেছনে ছুটবে। বালিশের নিচে টাকা দিয়ে আসবে। তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে। ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর। সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন আমরা চাই না। কেউ যেন তার মতো না হয়। তাহলে মানুষ শুনবে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী। আমরা দেখেছি যখন যাই হোক, চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে নিয়ে ভারতের পশ্চিম বাংলার একটি পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ কি? কারণ এইটাই, তাদের পছন্দমত যে সরকারটি ছিল সেই সরকারটি নেই। তারা এক ধরনের মনোবেদনায় ভুগছেন যার কারণে তারা ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ‘ঠিকানা বাংলাদেশ’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক নুরুল ইসলাম খান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন বক্তব্য রাখেন।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *