রাত ১:৩২ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

দলকে পরিশুদ্ধ করুন: অধ্যাপক মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২৫

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে; এ কথা বলায় ক্ষেপলেন কেন? খাওয়ার জন্য রেডি বলায় গায়ে জ্বালা না নিয়ে বরং দলকে পরিশুদ্ধ করুন। কারণ আপনারাও বুঝতে পেরেছেন, আপনাদের নেতারা কেউ কেউ খাওয়া শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ খেতে রেডি হয়ে আছে। সুযোগ বুঝেই কোপ দিবে। এদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে গণমানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পরামর্শ থাকবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত মিরাজুন্নবী (স.) উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মিরাজের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ও কর্মে ধারণ করতে হবে। মিরাজের শিক্ষা হচ্ছে মানবজাতির কল্যাণের শিক্ষা। একটি ইসলামী রাষ্ট্রে কী কী আইন চালু করতে হবে এবং কীভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তা কুরআনের সূরা বনী-ইসরাইলে স্পষ্ট করা আছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ কামাল হোসেন, ড. মুহাম্মদ আব্দুল মান্নান প্রমু উপস্থিত ছিলেন।

 

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *