রাত ৩:১৫ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিপ্লবী পরিষদে যোগ দিলো পুলিশের গুলিতে আহত সিনানের পরিবার

এনজি ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫

 

 

বিপ্লবী পরিষদে যোগ দিয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত সিনানের পরিবার।

 

শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে বিপ্লবী পরিষদ।

এতে বলা হয়, চট্টগ্রামে দুদিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার রাতে বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক সিনান ইবনে হাকিমকে দেখতে তাদের বাড়িতে যান। তারা সিনানের পরিবারের খোঁজ খবর নেন।

সিনানের বাবা পেশায় মেরিন ইঞ্জিনিয়ার লোকমান হাকিম জানান, তার দুই ছেলে সিনান ও সানাক শহীদ মীর মুগ্ধ ও মীর স্নিগ্ধর মতোই যমজ ভাই। তারা যখন জুলাইয়ের উত্তাল দিনগুলোতে একসঙ্গে মিছিল সংগ্রামে অংশ নিচ্ছিল তখন দক্ষিণ আফ্রিকায় কর্মরত থাকা অবস্থায় গভীর উদ্বেগ ও উঠকন্ঠায় ছিলেন। ৩ আগস্ট পুলিশের গুলিতে সিনান গুলিবিদ্ধ হলে গোটা পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

তিনি বলেন, আমাদের মূল দাবি হলো জুলাই গণহত্যার বিচার। আমাদের প্রত্যাশা হলো দেশে সুশাসন ফিরে আসুক।

সিনানের দাদা ৯৫ বছর বয়সী হাজী মুহাম্মদ ইউনুসের কাছে বড় বিষয় হলো তার নাতির মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এদিন সিনানের পরিবারের কাছে জাতীয়তাবাদী নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদ গঠনের উদ্দেশ্য ও কর্মসূচির কথা তুলে ধরেন পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান। তখন সিনানের বাবা লোকমান হাকিম জাতীয় বিপ্লবী পরিষদে যোগ দেওয়ার কথা জানান।

পরে লোকমান হাকিমকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত এবং হাটহাজারী আসন থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী করার ঘোষণা দেন পরিষদের এই নেতা।

 

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *