সকাল ৮:৪৩ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারি ২০২৫

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু দিনের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নীতি-নির্ধারক। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি। তবে এটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ে না হয়।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তিনি রওনা হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *