সকাল ৮:০৭ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা এস খালেকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৫

 

 

বিএনপির সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সহ-সভাপতি এস এ খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন। আজ রোববার বিকেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। তার ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু একথা জানান।

তিনি বলেন, বাবা বিকাল সাড়ে তিনটায় ইউনাইটেড হাসপাতাল মারা গেছেন। বাবা দীর্ঘদিন ধরেই বাধ্যর্ক্যজনিত নানা জটিলতায় চিকিসার মধ্যে ছিলেন। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মিরপুর আসন থেকে পাঁচবারের সংসদ সদস্য এস এ খালেক দীর্ঘ দিন ধরেই নানা রোগে আক্রান্ত।

পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার বেলা ১২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করব স্থানে দাফন করা হবে।
মৃত্যুর কিছুক্ষন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা এসএ খালেকের শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন। এ সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামও ছিলেন।

জিয়্উার রহমানের আমলে বিএনপি এরপর এরশাদের আমলে জাতীয় পার্টি, এরপর আবার বিএনপি এভাবে দল বদল করা এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এরশাদের আমলেই। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দিয়ে ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় নির্বাচনের আগে তিনি পুনরায় বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিনের আহ্বায়ক রফিকুল আলম মজনু পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *