সকাল ৯:৩৪ | শুক্রবার | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ফের সমমনাদের সঙ্গে বসছে বিএনপি : প্রাধান্য পাবে নির্বাচন ইস্যু

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৪

 

 

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ফের বসতে যাচ্ছে বিএনপি।

তারই অংশ হিসেবে আগামীকাল শনিবার বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপাসর্নের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টা থেকে গুলশানে বৈঠক শুরু হবে। প্রথমে ১২ দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে লিয়াজোঁ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন।

জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ কয়েকটি বিষয়কে সামনে রেখে বৈঠক ডেকেছে বিএনপি। এরমধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন ইস্যুতে দেওয়া বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা নিজেদের করণীয় ঠিক করা। এছাড়া সংবিধান পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়। এই রায় বাতিলের পর গণভোট ফেরায় এ বিষয়ে সরকারের চিন্তা আসলে কী, তা নিয়ে বোঝাার চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে গণভোট আয়োজনের পেছনে নির্বাচন পদ্ধতি নাকি অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল- তাও বোঝার চেষ্টা করছে দলটি।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *