নিউজগেট২৪
চট্টগ্রাম ব্যুরো-চট্টগ্রাম
০৯ জুলাই ২০২৪
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন হাসিব উদ্দিন আহমেদ (তারেক) কে ২০২৪ – ২০২৫ সালের জন্য লায়ন ক্লাব চট্টগ্রাম এর ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছে। গত পহেলা জুলাই ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ (লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ) সাক্ষরিত এক পত্রে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
জানা গেছে, লায়ন হাসিব উদ্দিন আহমেদ (তারেক) আলাকসা সীড এন্ড এগ্রো প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বন্দর নগরী চট্টগ্রামের আগ্রাবাদে পরিবারসহ বসবাস করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে। তিনি ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ঐতিহ্যবাহী কলিমউদ্দিন মুন্সী বাড়ির মরহুম বোরহান উদ্দিন আহমেদ এর বড় সন্তান। তিনি কলিম উদ্দিন মুন্সি বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির একজন উপদেষ্টা।
লায়ন হাসিব উদ্দিন আহমেদ (তারেক) লায়ন ক্লাব চট্টগ্রাম এর ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আলাকসা সীড এন্ড এগ্রো প্রা. লি. এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
একইসাথে তার গ্রামের বাড়ি কলিমউদ্দিন মুন্সি বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটি ও বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তারা লায়ন হাসিব উদ্দিন আহমেদ (তারেক) ভবিষ্যতে মানব সেবায় তার অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
ফা/আ : এনজি