রাত ১:২৪ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাত্র আন্দোলনে আহত চক্ষুরোগীদের বিশেষজ্ঞ পরামর্শের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৪

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষুরোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ৫ থেকে ৭ অক্টোবর দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা চক্ষুরোগীদের পরামর্শ দেবেন।

শুক্রবার (৪ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আন্দোলনে আহত যেসব চক্ষুরোগীর বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, তাদের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে।

যোগাযোগ নম্বর: ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ এবং ০১৭১৭৪৮৭৮০৭।

 

 

এএএম/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *