রাত ৮:৪৯ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ছবি হিট, তবু ট্রলের শিকার শ্রদ্ধা

বিনোদন ডেস্ক

‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধা কাপুর। আইএমডিবি
                        ‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধা কাপুর। আইএমডিবি

 

অমর কৌশিকের সিনেমা ‘স্ত্রী ২’ গত আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি যে বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে, নতুন নতুন রেকর্ড গড়েছে; সে খবর তো এত দিনে অনেকেরই জানা। তবে সম্প্রতি ছবিটির ভালো প্রিন্ট অনলাইনে ফাঁস হয়েছে, ফল ‘স্ত্রী ২’ দেখেছেন বিপুলসংখ্যক দর্শক। এর পর থেকেই শুরু হয়েছে ছবির অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিয়ে সমালোচনা। খবর হিন্দুস্তান টাইমসের

অন্য বলিউড অভিনেত্রীদের চেয়ে একদিক থেকে আলাদা শ্রদ্ধা। খুব বেশি ছবিতে দেখা যায় না তাঁকে, তবু তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধার অনুসরণকারীর সংখ্যা অন্য বলি তারকাদের থেকে বেশি।

শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রাম থেকে
                              শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রাম থেকে

 

 

কিন্তু অনুসারী সংখ্যা যতই হোক, ‘স্ত্রী ২’-এর জন্য কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অনেকেই বলছেন, শ্রদ্ধা একজন ‘দুর্বল অভিনেত্রী’।

আরও পড়ুন
এ বিষয়ে শ্রদ্ধার সহ-অভিনেতা অপারশক্তি খুরানাকে প্রশ্ন করা হয়। সরাসরি উত্তর দিতে অস্বীকার করলেও অপারশক্তি ইঙ্গিত করেছিলেন জনসংযোগের দিকেই।

এক্সে এক দর্শক লিখেছেন, ‘শ্রদ্ধাকে খুবই আড়ষ্ট মনে হয়। তাঁর অভিনয়ে দক্ষতার ঘাটতি যে কারও চোখে পড়বে।’ আরেকজন লিখেছেন, ‘শ্রদ্ধা নিজের জনসংযোগ কাজে লাগিয়ে অভিনয়ের দুর্বলতা ঢাকার চেষ্টা করেন।’

 

 

ফা আ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *