রাত ৮:৫৬ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

আ.লীগ কখনোই দেশে গণতন্ত্র চায়নি : শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টম্বর ২০২৪

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তা কখনো তারা চায়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী বাস টার্মিনালে জেলা শ্রমিক দল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের পর এবারও দেশে যে গণতন্ত্র ফিরে এসেছে সে গণতন্ত্রকে আবার নিঃশেষ করতে তারা তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে।

শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের দোসরদের সৃষ্ট শিল্পকারখানা, বন্দর, পরিবহন সেক্টর, ঔষধ শিল্প, গার্মেন্টস সেক্টরের নৈরাজ্যকারীদের প্রতিহত করে উৎপাদন স্বাভাবিক রাখা ও কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। শ্রমিকদের নায্যমজুরি নিশ্চিত করতে হবে।

শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসে না, বহিঃশক্তির দোসর হিসেবে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার শর্তে তাদের প্রভু রাষ্ট্রই ক্ষমতায় অধিষ্ঠিত করে। আর যখনই দেশের মানুষ আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখনই জনগণকে গুম, খুন শুরু করে। জনগণের ওপর চালায় অত্যাচারের স্টিমরোলার।

তিনি বলেন, একটি দেশের অর্থনীতি ধ্বংস করতে হলে প্রথমেই শিল্পকারখানা ধ্বংস করতে হয়। শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করতে হয়। আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে তাই করেছে। তাদের প্রভু রাষ্ট্রের পরামর্শে সে ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে।

নরসিংদী জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিএনপির যুগ্মমহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

খায়রুল কবির খোকন বলেন, দেশের মানুষকে হত্যা করেও ক্ষান্ত হননি শেখ হাসিনা। এখন দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আবার তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করেন। তারা যদি মনে প্রাণে মুক্তিযুদ্ধ বিশ্বাস করত তাহলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত না। শান্তিকামী ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করত না। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করত না। আজকে যদি হত্যাকারী ও লুটেরা আওয়ামী লীগের বিচার না হয় তাহলে ভবিষ্যতে এরা আবার ফণা তুলতে পারে।

সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, বিএনপির সহ-শ্রম সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম রফিক, মঞ্জরুল ইসলাম মঞ্জু, খোরশেদ আলম, পাট শ্রমিক দলের সভাপতি আবুল খায়ের খাজা প্রমুখ।

 

টিআই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *