রাত ৮:৪৮ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

দুইদিকেই খেলছেন বিএনপি নেতা কফিল

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টম্বর ২০২৪

 

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি’র কিছু নেতা ব্যক্তি সুবিধা হাসিলের জন্য বিগত স্বৈরাচার সরকারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিএনপির নেতা হয়েও নানাভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এদের মধ্যে অন্যতম হচ্ছেন, উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ।

অভিযোগ উঠেছে,  গত ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে বাঁচাতে ভুমিকা রাখেন কফিল। আর এখন পোষাক শিল্পের অস্থিরতার সুযোগে বিএনপি নেতা সেজে এই সেক্টরের নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে বাঁচানোর কন্ট্রাক নেন কফিল। এর অংশ হিসেবে গত ১১ আগষ্ট রাতে (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে আতিক যাওয়ার পর তাকে বাঁচাতে ছুটে যান কফিল। এসময় উত্তেজিত জনতা ও বিক্ষুব্ধ ছাত্ররা খবর পেয়ে আতিককে ধরতে গেলে কৌশলে সাবেক মেয়রকে পালাতে সাহায্য করেন বিএনপির এই নেতা। বিনিময়ে হাতিয়ে নন কোটি কোটি টাকা। তাকে পালাতে সাহায্য করার চিত্র সিসি ক্যামেরায় পরিষ্কার ধরা পরে। এছাড়া আওয়ামী ঘরনার আরো কয়েকজনকে বাঁচানোর কন্ট্রাক নিয়েছেন বলেও রাজনৈতিক মহলের আলোচনা আছে।

এদিকে এবার সুচতুর কফিল পোষাক শিল্পের অস্থিরতার সুযোগে এই খাতের নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে গত মঙ্গলবার বিকালে বিজেএমইএ‘র প্রতিনিধি দল নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন । গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাত হয়। এ সয়ম পোষাক শিল্পের মালিকদের ‘গোষ্ঠি বিশেষ পোষাক শিল্পের অস্থিরতা সৃষ্টি করছে’ অভিযোগ করে কফিল এই ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতার কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে এম কফিল উদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *