রাত ১:৩৫ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ইসরাইলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪

বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২১২ জন।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজার ৩৩৪ জন নিহত এবং ৯৩ হাজার ৩৫৬ জন আহত হয়েছে।

এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি মৃত এবং আহত অবস্থায় এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং নাগরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১০ মাসেরও বেশি সময় ধরে নজিরবিহীন এবং তীব্রভাবে বিমান হামলা, স্থল আক্রমণ এবং গানবোট থেকে আক্রমণ অব্যাহত রেখেছে। যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং নিখোঁজ হয়েছে।

দখলদার বাহিনীর আক্রমণ গুরুতর অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। সে সঙ্গে পানি, ওষুধ ও জ্বালানি সরবরাহের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে উপত্যকাজুড়ে অভূতপূর্ব মানবিক বিপর্যয় ঘটেছে।

 

সূত্র: আল-জাজিরা/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *