সকাল ৮:২১ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বন্যা মোকাবিলায় এনজিও প্রধানদের সঙ্গে বৈঠক ড. ইউনূসের

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৪

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১১ জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন।

দুর্গত এলাকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে কৌশল বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

ত্রাণ কার্যক্রম কীভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এ মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কীভাবে সমন্বয় করতে পারে- এসব বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

 

এনএম/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *