নিজস্ব প্রতিবেদক, ফেনী
১৯ আগস্ট ২০২৪
ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের গুলিতে ৮ জন নিহতের ঘটনায় ৫টি মামলা হয়েছে। এতে সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১ হাজার ৬২৩ জনকে আসামী করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে শিগগিরই অভিযান চালানো হবে চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল আন্দোলনকারীরা। অপরদিকে ট্রাংক রোডে অবস্থান নেয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাঁরা ট্রাংক থেকে মহিপালের দিকে মিছিল নিয়ে যায়। সেই মিছিল থেকে গুলি করতে করতে মহিপাল ফ্লাইওভারের দিকে এগোতে থাকে দুর্বৃত্তরা।
এদিন অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন শিহাব (২১), ছায়দুল (২০), শ্রাবন (২১), শাকিল (২২), মাসুদ (২১), সবুজ (৩৫), মাসুম (২৩), কাওছার (২৮)। এ সময় গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইট-পাটকেলের আঘাতে আন্দোলনকারী শিক্ষার্থী, পথচারী ও সাংবাদিকসহ আহত হন দুই শতাধিক মানুষ।
এ ঘটনায় ফেনী মডেল থানায় দায়েরকৃত পৃথক ৫ মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে। ফেনীর জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জা ই / এনজি