নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৪
আজ বুধবার বেলা পৌনে তিনটায় নয়া পল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে স্কাইপেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষ হতেই নেতাকর্মীরা বসা থেকে উঠে দাড়াতে থাকেন। এমন সময় তার বক্তব্যের শেষ হওয়ার পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এভারকেয়ার কেয়ার হাসপাতাল থেকে বক্তব্য রাখবেন বলে ঘোষণা দেয় মঞ্চ থেকে। মুহুর্তে বাঁধ ভাঙা করতালির মধ্যে নেতা-কর্মীরা হাত তুলে তাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য বড় পর্দায় চোখ রাখেন। অনেকেই আবেগে আপ্লুত হয়ে কেঁদে পেলেন। হাসপাতালের কেবিন থেকে বিএনপি চেয়ারপার্সনের জীবন্ত ছবি ভেসে উঠলে নেতা-কর্মীদের উচ্ছাসে গোটা নয়া পল্টনে মুখরিত হয়ে উঠে। মুহুত্বেই সবাই নিরব হয়ে তাদের প্রিয় নেত্রীর বক্তব্য শুনেন। এসময় চারদিকে নিরবতা বিরাজ করে।
নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন, আল্লাহর প্রতি শুকবিয়া আদায় করছি। আমি কারবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যাবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম-ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ ধেকে আমরা মুক্তি পেয়েছি। তিনি কয়েক মিনিট বক্তব্য রাখেন।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু করে নয়াপল্টন-ফকিরেরপুল হয়ে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গত ১৬ জুলাই রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে ফটকে তালা লাগিয়ে দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া কার্যালয়টির প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতাও টাঙিয়ে দিয়েছিল। পরে ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর ২০ জুলাই বিএনপির লোকজন নিজেরাই কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন। গ্রেপ্তার এড়াতেই ওই দিনের পর থেকে দলটির কোনো পর্যায়ের নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে যাননি। শেখ হাসিনা পদত্যাগের খবর জানাজানির পর গত সোমবার বিকেলে ওই কার্যালয়ের মূল ফটকের তালা খুলে বিএনপির নেতা-কর্মীরা ভেতরে প্রবেশ করেন। গতকাল বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আর এর মাধ্যমে রাজনৈতিকভাবে বাধামুক্ত হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। একই প্রেক্ষাপটে গতকাল কোনো বাধা-বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। জনসমুদ্রে রূপ নিয়েছে নয়াপল্টন। আনন্দের উল্লাস দেখা যায় বিএনপি নেতাকর্মীদের চোখমুখে।
জা ই/ এনজি