রাত ৩:০৯ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পাসপোর্ট পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর পাসপোর্ট হাতে পেয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার দুপুরের দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে তাঁর নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গতকাল রাতে পাসপোর্টটি গ্রহণ করেন।

খালেদা জিয়াকে গতকাল নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। গতকাল বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *