রাত ১:২৮ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

দেশ একটি ফ্যাসিস্ট স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে— মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট ২০২৪

 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি ক্রান্তিকাল পার করেছি। দেশ একটি ফ্যাসিস্ট স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেলো। আমরা ধন্যবাদ জানাতে চাই আন্দোলনকারী ছাত্র জনতাদের। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ জালিম সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। আমরা ধন্যবাদ জানাতে চাই, বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে। যারা সুন্দরভাবে উপযুক্ত সময়ে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের দিকে নিয়ে এসেছেন। তারা দেশের গণতান্ত্রিক দলসহ আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। বঙ্গভবনে সবাইকে নিয়ে আলোচনা করেছেন। আমরা আশা করি শীঘ্রই চলমান সংকটের সমাধান হয়ে যাবে। আজ রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বঙ্গভবনে কি আলোচনা হয়েছে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আজকে কতগুলো মৌলিক বিষয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। আজকে সিদ্ধান্ত হয়েছে এই বলে যে, পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে অতি দ্রুত একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে। সিদ্ধান্ত হয়েছে কাল বিলম্ব না করে অত্রিদ্রুত সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে। সেই সাথে মুক্তি দেয়া হবে, গত ১ লা জুলাই থেকে শুরু করে যেসব নেতাকর্মীসহ ছাত্রদের গ্রেফতার করা হয়েছে তাদের। এমনকি গ্রেফতারকৃত অন্যান্য রাজনৈতিক নেতাদেরও মুক্তি দেয়া হবে। একইসাথে তারেক রহমানের বিুরদ্ধে দায়ের করা সখর মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে ভলেও সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত হয়েছে খুনি হাসিনা পালিয়ে যাবার পর দেশে যে অচলবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে সমস্ত রাজনৈতিক দল একসাথে কাজ করবেন। দেশকে এগিয়ে নিতে একইভাবে ছাত্ররা কাজ করবেন।

আমি দেশবাসীকে বলব, আসুন আমরা একটা বড় বিজয় অর্জন করেছি। সেই সাফল্য কে ধরে রাখতে আমরা কাজ করি। সেই সাফল্য যেন কেউ অন্য দিকে ধাবিত করতে না পারে সেজন্য কাজ করি। আমরা যেন নিজেরা সংযমের দায়িত্ব পালন্ করি। ক্ষোভ, ঘৃণা পরিহার করে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা কাউকে আক্রমণ না করি। কেউ যেন কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। তিনি বলেন, এই মুহুত্বে আমাদের সংখ্যা লঘুদের জানমালের নিরাপত্তা দিতে হবে। একটি মহল তাদের নিয়ে যেন রাজনীতি না করতে না পারে সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে।

 

আমি বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের বলে দিতে চাই, আপনারা সবাই নেমে আুসন দেশের শান্তি রক্ষায়। কাউকে সেই সুযোগ দিবেনা যেন কোনো দুষ্কৃতকারী অন্যের উপর আঘান হানতে না পারে। আসুন জাতির এই ক্রান্তিলগ্নে আমরা দেশ্রপমিকি সেনাবাহিনীকে সহযোগিতা করবো। একইসাথে নিজেরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে রক্ষা করবো। দেশটাকে দেশের শত্রুদের হাত রেখে রক্ষা করি। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, উনারাও আপনাদের কাছে বার্তা দিয়েছেন যে, আমরা সকলে দেশটোকে রক্ষা করি। কেউ যেন ক্ষোভের বহি:প্রকাশ না ঘটাই।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *