দুপুর ২:০৮ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ মে ২০২৫

 

 

রাজধানীর যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন গুরুতর এবং আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজকে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ হয়ে ৪-৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

 

 

টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *