সন্ধ্যা ৬:৩৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ভারতে আইফোন তৈরি করলে দিতে হবে ২৫% শুল্ক, অ্যাপলকে ট্রাম্পের হুঁশিয়ারি

এনজি ডেস্ক
২৩ মে ২০২৫

 

ভারতে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করলে অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমেরিকায় বিক্রির জন্য আইফোন হলে, তা আমেরিকাতেই তৈরি করতে হবে। অন্য দেশে, বিশেষ করে ভারতে তৈরি পণ্যে শুল্ক আরোপ হবে।

তিনি জানান, অ্যাপল কর্ণধার টিম কুককে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছে। ট্রাম্প বলেন, আমি শুনছি, আপনারা ভারতে উৎপাদন করেছেন। আমি চাই না অ্যাপল ভারতে পণ্য তৈরি করুক।

বর্তমানে অ্যাপলের প্রোডাক্টের বড় অংশ তৈরি হয় চীনে। তবে সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদনখরচ কমাতে ভারতমুখী হচ্ছে অ্যাপল। বর্তমানে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রন-এই তিনটি কোম্পানি ভারতে আইফোন তৈরি করছে।

সিএনবিসির তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাপলের ২০ শতাংশ আইফোন ভারতে তৈরি হয়, যার উল্লেখযোগ্য অংশ আমেরিকায় রপ্তানি করা হয়।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই চীন ও ভারতের মতো দেশে উৎপাদন কমিয়ে ‘মেড ইন ইউএসএ’ পণ্যে জোর দেওয়ার নীতিতে অটল রয়েছে।

 

শ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *