রাত ৮:৪০ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

মির্জা ফখরুল কবে দেশে ফিরবেন, জানা যাবে এক সপ্তাহ পর

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ মে ২০২৫

 

চোখের চিকিৎসা নিতে ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় বেলা ১১টায় তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানিয়েছেন, দলের মহাসচিব কবে দেশের পথে যাত্রা করতে পারবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আরও এক সপ্তাহ পর সেই সিদ্ধান্ত জানানো হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন আছেন। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চোখের চিকিৎসার জন্য গত ১২ মে দিনগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন মির্জা ফখরুল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *