রাত ৮:৩৮ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে দেশের মুখ উজ্জ্বল করবে— জুবাইদা রহমান।

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৫

 

 

‘বাংলাদেশের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে দেশের মুখ উজ্জ্বল করবে’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জুবাইদা রহমান।

শুক্রবার দুপুরে গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে ‘ভার্চুয়াল মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এমন আশাবাদ ব্যক্ত করেন।

জুবাইদা রহমান বলেন, ‘‘ বিজ্ঞানের প্রতি তোমাদের যে মর্মত্ববোধ আমরা দেখতে পারছি… ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে।”

‘‘ প্রত্যাশা করি, তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও এবং দেশে মুখ উজ্জ্বল করো বিশ্বের দরবারে।”

প্রতিযোগীদের বক্তব্য শুনে নিজের অনুভূতি ব্যক্ত করে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা বলেন, ‘‘ আমি এতক্ষন তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম…অসাধারণ… সত্যিই অসাধারণ।তোমাদের মেধা তোমাদের অধ্যাবসায় এবং সর্বোপরি তোমাদের কনফিডেন্স আমাদেরকে মুগ্ধ করেছে।

‘‘ ইনশাল্লাহ আমাদের সবার তোমরা সহযোগিতা পাবে। যেকোনো সময়ে যেকোনো রকম তোমাদের প্রশ্ন থাকে যদি বিজ্ঞানের জগত নিয়ে… তাহলে তো তোমরা জানো যে, তোমাদের বিচারক মন্ডলীরা সবসময় তোমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, তোমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে তোমরা তোমাদের প্রজেক্টগুলোকে আরও সুন্দর করবে, আরও বিস্তারিতভাবে সবার কাছে তুলে ধরবে যেকোনো সময়ে তাদের কাছে যেতে পারো তোমাদের প্রশ্ন নিয়ে।”

লন্ডনের ইম্পেরিয়ার হসপিটালের কার্ডিওলিজস্ট জুবাইদা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘ বিজ্ঞান চর্চার কোনো শেষ নাই। কিন্তু বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেয়ার আছে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে।”

গত ২৩/২৪ বছর ধরে আর্থ-মানবতার সেবায় নিয়োজিত ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ কার্য্ক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘‘জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। এজন্য আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্য সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশের আপামর জনতার পাশে দাঁড়ানোর জন্য।”

তারেক রহমানের সাথে মেয়ে জায়মা রহমানসহ লন্ডনে থাকছেন জুবাইদা। গত ৬ মে খালেদা জিয়ার সাথে ১৭ বছর পর দেশে ফিরেছেন তিনি। পারিবারিক কিছু অনুষ্ঠানে অংশ নিলেও এই প্রথম জোবাইদা একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের কর্মকান্ডের ওপর তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মেলার প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার তুলে দেন জুবাইদা রহমান।

ভার্চুয়াল বিজ্ঞান মেলার সদস্য সচিব ডা. শাহ মোহাম্মদ আমানউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালন অধ্যাপক মোর্শেদ হাসান খান এবং ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা’র আহ্বায়ক অধ্যাপক আফম ইউসুফ হায়দার প্রমূখ বক্তব্য রাখেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে সালে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন(জেআরএফ) প্রতিষ্ঠিত হয় তারেক রহমানকে চেয়ারম্যান করে। সংগঠনটিতে চিকিৎসক, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার ও শিক্ষকদের নিয়ে শুরু হলেও বর্তমানে আইনজীবী ও সাংবাদিক পেশার ব্যক্তিদের যুক্ত করা হয়েছে।

গত বছরের নভেম্বর এই প্রতিষ্ঠানটি সঙ্গে জুবাইদা রহমানকে ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত করে ২৩ সদস্যের বোর্ড অব ডাইরেক্টরস গঠন করা হয়।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *