ভোর ৫:১৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

সালমান খানের অ্যাপার্টমেন্ট থেকে এক নারী গ্রেফতার

বিনোদন ডেস্ক
২২ মে ২০২৫

মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড সুপারস্টার সালমান খানের বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনধিকার প্রবেশের চেষ্টা করায় এক নারীকে আটক করেছে মুম্বাই পুলিশ। ২২ মে এই ঘটনা ঘটে। ওই নারী সালমানের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকেই ওই নারীকে গ্রেফতার করে।

বর্তমানে পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে, তার উদ্দেশ্য ও মানসিক অবস্থা বোঝার জন্য। এখনো তার পরিচয় বা চেষ্টার পেছনে কারণ প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের এপ্রিল মাসে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনেই গুলি ছোড়া হয়েছিল। তদন্তে জানা যায়, সেই হামলা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরিকল্পিত ছিল। তার ভাই অনমোল বিষ্ণোই ফেসবুকে দায় স্বীকার করেছিলেন।

সেই ঘটনার পর সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়। জুলাই মাসে সালমান নিজেই এক বিবৃতিতে জানান, তিনি গুলির শব্দ শুনেছিলেন। তার দেহরক্ষীও জানান যে দুই ব্যক্তি মোটরসাইকেল থেকে তার অ্যাপার্টমেন্টের ব্যালকনির দিকে গুলি ছুঁড়েছিল।

এর আগেও, মার্চ মাসে ‘সিকান্দার’ ছবির প্রচারে গিয়ে সালমান তার উপর আসা প্রাণনাশের হুমকি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি উপরওয়ালার ওপর বিশ্বাস করি। অনেক মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে চলা কঠিন কাজ।’

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সালমান খানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবুও প্রশ্ন থেকে যায়- এই ঘটনা নিছক কৌতূহলপ্রসূত না কি বড় কোনো হুমকির ইঙ্গিত?

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *