সন্ধ্যা ৭:০৩ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

যুক্তরাষ্ট্রে বাড়িঘরের ওপর বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৫

 

 

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সময় বিমানটি আছড়ে পড়ে। বিমান বিধ্বস্তের পর অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরে যায়। সেগুলোর ভেতর থাকা মানুষকে উদ্ধারে এখন চেষ্টা চালানো হচ্ছে।

অ্যাসিসটেন্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ড্যান ইডি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “সব জায়গায় বিমানের তেল ছড়িয়ে ছিটিয়ে আছে। এ মুহূর্তে আমাদের লক্ষ্য হলো দুর্ঘটনাস্থলের সব বাড়িতে অনুসন্ধান চালানো এবং সেখানে থাকা মানুষকে বের করে আনা।”

তিনি জানিয়েছেন, মারফি ক্যানিয়ন নামে একটি এলাকার কয়েকটি বাড়ির ওপর বিমানটি সরাসরি আছড়ে পড়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

সান দিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, বিধ্বস্ত বিমানটি সেসেনা ৫৫০ মডেলের। যেটিকে সাইটেশন হিসেবেও ডাকা হয়। বিমানটি রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মন্টোগোমারি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

এই প্রাইভেট বিমানগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। যা ছয় থেকে আটজন যাত্রী বহন করতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড ও কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এটির ভেতর কতজন ছিলেন সেটি এখনো নিশ্চি হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি নিউইয়র্ক সিটির বাইরের তেতারবো বিমানবন্দর থেকে বুধবার রাতে উড্ডয়ন করে। এরপর এক ঘণ্টার জন্য এটি কানসাসের উইচিতিটায় অবতরণ করে। সেখান থেকে সান দিয়েগোর দিকে রওনা দেয়। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার শিকার বিমানটি আলাস্কার একটি বেসরকারি কোম্পানির। এটি ১৯৮৫ সালে তৈরি করা হয়।

 

 

সূত্র: সিএনএন / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *