সন্ধ্যা ৬:৩১ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস আরা

বিনোদন প্রতিবেদক
২০ মে ২০২৫

 

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ১৯তম ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪’। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত আসরে আজীবন সম্মাননায় ভূষিত হলেন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। এই বৃহৎ আয়োজনে সংগীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীম সহ প্রবীণ-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পী। সঙ্গীত পরিবেশন করেন শফী মন্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ খুদে গানরাজের শিল্পীরা।

১৯টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যারা

আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, ইউটিউবে কমপক্ষে ১ লাখ ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইকপ্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) তরিক মৃধা, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইকপ্রাপ্ত গান থেকে লোকসঙ্গীত ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ চলচ্চিত্র ঈশ্বর, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইকপ্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল চলচ্চিত্র প্রিয়তমা।

এছাড়াও ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার হিসেবে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানের জন্য প্রিন্স মাহমুদ পুরস্কার পেয়েছেন। ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল, ‘মেঘের নৌকা’, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল, ‘চুড়ির তালে নুরির মালা’, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও-শিল্পী ফেরদৌস আরা, ‘চুড়ির তালে নুরির মালা’, শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ, ‘কেনো চাঁদনী রাতে’, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত এটিএম জাহাঙ্গীর, ‘যদি প্রেম দিলে না’, শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ, ‘ভাল্লাগে না’ এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানির পুরস্কার জিতেছে ধ্রব মিউজিক স্টেশন।

 

ফা আ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *