রাত ৮:৪১ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ভুল বোঝাবুঝি দূর হয়েছে: অর্থ উপদেষ্টা : এনবিআরকে দুই বিভাগে ভাগ করা হয়েছে, তা-ই থাকবে

নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২৫

 

 

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাপারে যে ভুল– বোঝাবুঝি হয়েছিল, তা দূর হয়েছে। এনবিআরকে যে দুই বিভাগে ভাগ করা হয়েছে, তা-ই থাকবে।  মঙ্গলবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। তিনি এর বেশি মন্তব্য করতে চাননি।

 

বৈঠকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং অর্থ বিভাগ ও এনবিআরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জ্বালানি উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টার কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অবশ্য বলেন, অর্থ উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এ নিয়ে কিছু কাজ করা হবে।

এদিকে গতকাল বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিসিএস (কর) ক্যাডার ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিরা তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। জারিকৃত অধ্যাদেশ বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন উদ্বেগ, পরামর্শ ও মতামত গুরুত্ব সহকারে শোনা হয়। উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হবে বলে অর্থ উপদেষ্টা আশ্বাস দেন।
সম্প্রতি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (ইআরডি) দুই ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা–কর্মচারীরা টানা চার কর্মদিবস কলমবিরতি কর্মসূচি পালন করেন।

অর্থ উপদেষ্টা বলেন, যত দ্রুত সম্ভব এনবিআর নিয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, এনবিআর পৃথক বিষয়টি বাস্তবায়নের পর্যায় আছে, অনেক কাজ আছে এসব নিয়ে। সেসময় আমরা দেখবো কতটুকু তাদের দাবি নেওয়া যায়। প্র্যাকটিক্যাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি সেটা রাখবো। কিন্তু তাদের বিষয়গুলো- বিধি হোক আর যেভাবেই হোক, সেটা করতে আমরা চেষ্টা করব।

এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের সঙ্গে ফরমালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে। বৈঠক ফলপ্রসূ কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠক ফলপ্রসূ।

আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু হবে কবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে গেজেট করতে হবে, গেজেটের আগেও অনেক কাজ আছে। এ কাজ শেষ করতে কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। বাজেট তো ২ জুনে দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।
সূত্র মতে, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সারা দেশের শুল্ক-কর কার্যালয়ে কয়েক দিন ধরে অচলাবস্থা চলেছে। মূলত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে টানা চার কর্মদিবস কলমবিরতি কর্মসূচি পালন করেছেন শুল্ক-কর কর্মকর্তারা। এনবিআর ভাগ করা নিয়ে তাদের তেমন আপত্তি নেই। এনবিআর ভেঙ্গে নতুন যে দুটি বিভাগ করা হচ্ছে, সেখানে পদপদবি নিয়ে তাদের মূল আপত্তি।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের শীর্ষ নেতা ও অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ড বলেন, রাজস্ব খাতের নেতৃত্ব আসতে হবে রাজস্ব খাত থেকে। রাজস্ব খাতের অভিজ্ঞ লোকেরাই এ খাতের ভালো-খারাপ দিকগুলো বুঝতে পারেন। শুল্ক-কর নীতি প্রণয়ন ও আদায় অন্য লোকেরা করলে বাস্তবসম্মত না–ও হতে পারে। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এনবিআরের চেয়ারম্যান হিসেবে সংস্থাটির সদস্যদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার কথা ছিল। বিকল্প হিসেবে সরকার উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দিতে পারবে। কিন্তু গত ৫০ বছরে এনবিআরের চেয়ারম্যান হিসেবে কোনো সদস্যকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে শীর্ষ কর্মকর্তা বাইরে থেকে আসায় এনবিআর ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি।

এনবিআরের সাবেক সদস্য (করনীতি) সৈয়দ আমিনুল করিম বলেন, এখন দুই বিভাগের যারা সচিব হবেন, তারা প্রশাসন ক্যাডার থেকে আসতে পারেন, সেই পথ তৈরি হলো। এনবিআর থেকে সচিব হবেন কি না, তা বলা যায় না। তার মতে, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া দরকার।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *