রাত ৮:১৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

১৯ মে ২০২৫

ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ২৮ মাইল এলাকায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৯ মে) সকাল ৭টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর জুলফিকার আলী, অডিটর দেলাওয়ার হোসেন, সুপার ইমরুল হোসেন ও গাড়িচালক মানিক। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

কনফারেন্সে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

আহতরা হলেন, একই দপ্তরের অডিটর আল-মামুন, আবদুস মান্নান ও মোহাম্মদ নাহিদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে কনফারেন্সের উদ্দেশ্যে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে একটি টিম যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান। বাকি তিনজন কর্মকর্তা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

jagonews24

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে আরও দুজন মারা যান। বাকিদের চিকিৎসা চলমান রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

টি আই/এনজি ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *