রাত ৮:২৫ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

বাম চোখে অস্ত্রোপচার : দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মির্জা ফখরুলকে

নিজস্ব প্রতিবেদক

১৭ মে ২০২৫

 

 

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই সাপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ব্যাংককের রুটনিন আই হাসপাতালের চিকিৎসকরা।  শনিবার দুপুরে ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবের সর্বশেষ এই অবস্থার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে অপারেশন পরবর্তি অবস্থা আলহামদুলিল্লাহৃ এখন উনি সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং আপনাদের দোয়ায়, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, উনাকে দুই সপ্তাহ ফ্লাই করা যাবে না। সেজন্য উনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দেবেন অর্থাৎ প্লেনে আসার মতো অবস্থা যখন হবে তখনই উনি ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন।

অধ্যাপক জাহিদ বলেন, চোখের অপারেশন কোনো কোনো সময়ে প্রেসার কমবেশি হয় অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্লেসার বেড়ে যায় অথবা কমে যায়। এয়ার প্রেসারের কথা বলছি তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে এবাউট(পরিহার) করার জন্যেই উনাকে দুই সপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। উনার তো ডান চোখ খোলাই আছে, ডান চোখে সব কিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেওয়া। এখন চোখের ওপর যাতে প্রেসার না পড়ে, বিছানায় শুয়ে থাকা, বিশ্রাম নেয়া, কালো গ্লাস পড়ে থাকা এবং কিছু পজিশন আছে এগুলো মেন্টেইন করা ইত্যাদি কাজগুলো উনি করছেন। উনার পাশে ভাবী(রাহাত আরা বেগম) সহ কয়েকজন নিকট স্বজন আছেন।

সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি বিএনপি মহাসচিব দোয়া করেছেন জানিয়ে তিনি বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষনিকভাবে বিএনপি মহাসচিবের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।
গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই পাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *