সন্ধ্যা ৬:১৪ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ : আপাতত নেপালকে নিয়েই ভাবছেন যুবারা

বিশেষ সংবাদদাতা
১৪ মে ২০২৫

 

গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালে ওঠা এবং নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া প্রত্যাশা অনুযায়ী হয়েছে যুব ফুটবল দলের। ভারতের অরুনাচলে চলমান যুবাদের সাফ চ্যাম্পিয়নশিপ জিততে আর দুটি ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে হবে বাংলাদেশকে। যার প্রথমটি সেমিফাইনাল আগামী শুক্রবার।

গোলাম রব্বানী ছোটনের দল সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল। ‘বি’ গ্রুপে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশকে সেমিফাইনালেই স্বাগতিকদের মুখোমুখি হতে হচ্ছে না। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াই করবে ‘বি’ গ্রুপ রানার্সআপ নেপালের সাথে।

৬ দেশের যুবাদের এই টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলোর দিকে তাকালে ভারতকেই বেশি শক্তিশালী মনে হয়। তাই বাংলাদেশ এই দলকে সেমিফাইনালে না পাওয়ায় ফাইনালে ওঠার সম্ভাবনা বেড়েছে। বুধবার ছোটন ছেলেদের অনুশীলন করিয়েছে। সেমিফাইনালের আগে আরেক সেশন শিষ্যদের দেখতে পারবেন তিনি।

বুধবার অনুশীলন শেষে দলের ইতালি প্রবাসী ফুটবলার আবদুল কাদির বলেছেন, ‘নেপালের বিপক্ষে ম্যাচের জন্য আজ আমরা অনুশীলন করলাম। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। সবার কাছে দোয়া চাই যাতে সবার মুখে হাসি ফোঁটাতে পারি।’

রাইট উইঙ্গার মুর্শেদ আলী বলেছেন, ‘আমরা এখন শুধুই নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি। আজ আমাদের ভালো একটা সেশন কাটলো। আমরা নেপালের ম্যাচের ভিডিও দেখেছি। তা নিয়ে কোচ আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা দেশবাসীকে হতাশ করবো না। নেপালের বিপক্ষে জিতে আমরা ফাইনালে উঠতে পারবো বলেই আত্মবিশ্বাসী।’

বাংলাদেশ গ্রুপ পর্ব মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ড্র করে হতাশ করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে নেপাল ৫-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে ৪-০ গোলে হেরেছে ভারতের কাছে। দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে।

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *