সন্ধ্যা ৬:১৫ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

‘ভাগ্যিস সে ছিল, নাহলে মেয়ের বিয়ে দিতে পারতাম না’

বিনোদন ডেস্ক
১২ মে ২০২৫

 

তিন-চার বছর ধরে সিনেমার পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তামিল ছবি ‘মহারাজা’তেও। সেই ছবির মুখ্য অভিনেতা বিজয় সেতুপতি। অনুরাগ জানিয়েছেন, এই ছবিতে কাজ করা তার জন্য অত্যন্ত জরুরি, নাহলে মেয়ের বিয়েই দিতে পারতেন না।

দক্ষিণী ছবিতে অভিনয় করেন অনুরাগ কাশ্যপ। সানি লিওন এবং রাহুল ভাটের সঙ্গে ‘কেনেডি’ ছবিতে পোস্ট-প্রোডাকশনে কাজ করার সময়েই বিজয়ের সঙ্গে ‘মহারাজ’ ছবির জন্য জুড়ে যান তিনি।

তার কথায়, ‘ইমাইক্কা নোডিগাল’-এ কাজ করার পর দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করার জন্য অনেক অফার ফিরিয়েছি। ‘কেনেডি’র পোস্ট প্রোডাকশনের সময় এক প্রতিবেশীর বাড়িতে বিজয় সেতুপতির সঙ্গে আমার দেখা। তখন তিনি বলেছিলেন যে, তার কাছে একটি অসামান্য চিত্রনাট্য আছে। আমি প্রথমে না বলে দিই। ‘কেনেডি’ তৈরির সময় তিনি আমাকে সাহায্য করেছিলেন। ফলে আমি তার ‘মহারাজ’ ছবিতে কাজ করে ধন্যবাদ জানিয়েছি।’

মেয়ে আলিয়ার বিয়ের খরচ সম্পর্কে বিজয়ের সঙ্গে কথা বলেন অনুরাগ। বিজয় তাকে ছবিতে একটি রোল পেতে সাহায্য করেন। অনুরাগের ভাষ্য, ‘পরের বছর আমার মেয়ের বিয়ে দেব। মনে হচ্ছে না, সেটা আমি করতে পারব।’ এই কথা শুনে বিজয় তৎক্ষণাৎ জানান যে, তিনি সাহায্য করবেন। তারপর বলেন, ‘ভাগ্যিস সে ছিল, নাহলে মেয়ের বিয়ে দিতে পারতাম না।’

ছবি মুক্তির ছ’মাসের মধ্যেই অনুরাগের কন্যা আলিয়ার বিয়ে হয় তার দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগরির সঙ্গে। তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন নাগা চৈতন্য, শোভিতা ধুলিপালা, অভিষেক বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, ববি দেওল, সুহানা খান, অগস্ত্য নন্দা।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *