আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫
কয়েকদিনের উত্তেজনার মধ্যে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। এরপর ১০ মে মধ্যরাতে আবারও দেশটিতে মিসাইল ছোড়ে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান এদিন ভোর সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে।
নিরাপত্তা বিশ্লেষক মাইকেল সোব্রিজ গত কয়েকদিনের লড়াইয়ে ভারত-পাকিস্তানের সামরিক সক্ষমতার ‘দুর্বলতা’ ফাঁস হয়েছে।
তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, “আমি মনে করি, সামগ্রিক অভিমত হলো, উভয় পক্ষের সামরিক দুর্বলতা রয়েছে এবং একেঅপরকে তারা আঘাত করতে পারে।”
বিশ্লেষণী সংস্থা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস অস্ট্রেলিয়ার এক বিশ্লেষক আরও বলেন, “এছাড়া পাকিস্তানের কাছে থাকা চীনা জে-১০ যুদ্ধবিমান এবং চীনের আধুনিক মিসাইল, ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন দাবিটি যদি সত্যি হয়, তাহলে এ বিষয়টির প্রতি বিশ্বের অনেক দেশ নজর দেবে।”
অপরদিকে ভারত ফ্রান্সের স্ট্রম শেডো দূরপাল্লার যে ক্রুস মিসাইল ব্যবহার করেছে সেগুলো পাকিস্তানের লক্ষ্যবস্তুতে বেশ ‘কার্যকর’ হিসেবে প্রমাণিত হয়েছে। এমনটি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও চীন থেকে নেওয়া।— যোগ করেন মাইকেল স্রোবিজ।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলার সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে নয়াদিল্লি। এরপর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যে ৭ মে পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রথমে মিসাইল ছোড়ে ভারত। এরপর ১০ মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে তারা। এর জবাবে পাকিস্তান ভারতে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর ভারত-পাকিস্তান উভয়ই দাবি করেছে, তারা একেঅপরের ব্যাপক ক্ষতি সাধন করেছে।
সূত্র: আলজাজিরা / এনজি