বিকাল ৫:৫২ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

৬৭ রান করেও নিজেকে অলরাউন্ডার ভাবছেন না স্পিনার নাসুম

ক্রীড়া প্রতিবেদক
১০ মে ২০২৫

 

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতে হারের মুখ দেখেছে বাংলাদেশ এ দল। দল হারলেও এই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রেখেছেন স্পিনার নাসুম আহমেদ। তবুও নাসুম জানালেন নিজেকে অলরাউন্ডার ভাবতে নারাজ তিনি।

টস হেরে আগে ব্যাট করতে ৪৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে নুরুল হাসান সোহানের দল। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

গণমাধ্যমের সাথে আলাপকালে নাসুম বলেন, ‘চেষ্টা করেছি যত বেশি উইকেটে থাকা যায়। আলহামদুলিল্লাহ, চেষ্টার ফলে ভালো এক্সিকিউশন হয়েছে। এজন্য রানটা করতে পেরেছি। এর আগেও বলেছিলাম কোচ শ্রীরাম (বাংলাদেশ জাতীয় দলের সাবেক টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম) আসছিল, তখন এমন একটা সিস্টেম করেছিল লোয়ার অর্ডারে যারা ব্যাট করি সবাই কিছু না কিছু করতে চাই। অনুশীলনের শেষেও নিজেরা নিজেদের ব্যাটিংটা করতে চাই।’

নাসুম আরও বলেন, ‘আসলে আমার ব্যাটিংয়ের কোনো বেসিক নেই। আমি এভাবেই রান করি। কোনো ম্যাজিক নেই। ব্যাটিং আমার প্লাস পয়েন্ট দলের জন্য। তবে আমি অলরাউন্ডার এটা আমি মানতে নারাজ। ব্যাটিং করতে পারি এটুকুই। যেহেতু এত বছরে হয়নি এখন আর চাই না। আমি ব্যাটিংটা করতে পারি এটা দলেরও প্লাস পয়েন্ট, আমারও প্লাস পয়েন্ট।’

নিজের বোলিং নিয়ে নাসুম জানান, ‘বোলিং, আলহামদুলিল্লাহ। ভালোর তো শেষ নেই, আরো ১০টা রান কম দিলে হয়তবা আরও একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো খেলাটা।’

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *