রাত ১১:৩৫ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

বাপার অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিএনপি নেতা !

জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মে ২০২৫

 

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) অফিস ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের নেতা মামুনুর রশিদ খানের বিরুদ্ধে। অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইল লুটপাট করে অবৈধভাবে অফিস দখল নিতে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।

বাপার সভাপতি মো. আবুল হাসেম এসব অভিযোগ করেছেন। এদিকে অভিযুক্ত বিএনপি নেতার দাবি তিনি দলীয় পরিচয়ে অফিস দখল করতে যাননি। বরং, বাপার সদস্য হিসেবে বিগত সরকারের আমলে রপ্তানি প্রণোদনার হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাপা একটি বাণিজ্যিক সংগঠন। দেশের কৃষি প্রক্রিয়াকরণ খাদ্যপণ্য উৎপাদনকারী, বাজারজাতকরণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এ সংগঠন গঠিত হয়েছে।

বাপার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাপার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচিত কমিটির দু-বছরের মেয়াদ শেষ হবে আগামী সেপ্টেম্বরে, এর আগেই বিএনপির কৃষক দলের সহ-সভাপতি মামুনুর রশিদ খানের নেতৃত্বে একটি গ্রুপ অফিস দখল করার চেষ্টা শুরু করে। তারা কিছুদিন ধরে জোরপূর্বক বাপার অফিস দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় আজ শনিবার বহিরাগত লোকজন নিয়ে বাপার অফিস দখল করে এবং তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয় জানতে চাইলে বাপার সভাপতি মো. আবুল হাসেম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মনীতি অনুসরণ করে বাপার নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করছে। আগামী সেপ্টেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে নির্বাচনী বোর্ড গঠন করে মন্ত্রণালয়কে নির্বাচনের আয়োজনের জন্য চিঠি পাঠানো হয়েছে। তবে কিছুদিন ধরে মামুনুর রশীদ নিজেকে বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে বাপার অফিস দখলের জন্য নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। আজ তিনি ২৫-৩০ জন বহিরাগত লোকজন নিয়ে বাপার অফিসে হামলা চালায়। প্রথমে তারা অফিসের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। পরবর্তীতে অফিসে ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইল নিয়ে যায়। এরপর তারা অফিসে তালা ঝুলিয়ে দেয়।

বাপার সভাপতির অভিযোগ মামুনুর রশীদ (বিএনপি নেতা) নির্বাচন চান না এবং অবৈধভাবে অফিস দখল করতে চাচ্ছেন। এই ঘটনার আগে গত ২১ এপ্রিল রাজধানীর শেরে বাংলায় সাধারণ ডাইরি (জিডি নং-১৪৬৫) দায়ের করেছি। এ ছাড়া আমরা বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েছি। যেহেতু মামুনুর রশীদ বাপার সদস্য, তাই পরবর্তী বোর্ড মিটিংয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাপার অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সই করা ২১ এপ্রিলের জিডিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাপা একটি বাণিজ্যিক সংগঠন, যার কার্যালয় নাভানা নিউবারি প্লেইস, ফ্লাট# ডি-৬ (৭ম তলা), ৪/১/এ, সোবহানবাগ, ধান্ডমন্ডি, ঢাকা-১২০৭। বর্তমানে বাপার ৭ শতাধিক সদস্য রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে ২০২৩-২০২৫ মেয়াদে নির্বাচিত ১৫ সদস্যের ‘কার্যনির্বাহী কমিটি’ বাপার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে বাপার কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি এবং যেকোনো মুহূর্তে সন্ত্রাসী কর্তৃক কার্যালয়ে হামলা করে কার্যালয়ের ক্ষয়ক্ষতি ও জবরদখল করতে পারে।

বাপার অফিস দখল প্রসঙ্গে ইনট্রা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রির মালিক ও বিএনপি নেতা মামুনুর রশীদ খান  বলেন, অফিস দখল নয়, আমরা চাচ্ছি দীর্ঘ ১৫ বছরের লুটপাট বন্ধ করতে। তিনি বলেন, প্রতি বছর এ খাতে সরকার এক হাজার থেকে ১২শ কোটি টাকা ইনসেনটিভ (প্রণোদনা) দিয়েছে। এটি কারা পেয়েছে? কত টাকার পণ্য রপ্তানি হয়েছে? যারা রপ্তানি করেছে তাদের পণ্য উৎপাদন করে কি না? অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা কারা নিয়ে গেছে এটা বের করতে হবে। এ ছাড়া কৃষিখাতে প্রশিক্ষণের জন্য বিশ্ব ব্যাংকসহ বেশ কিছু আন্তজার্তিক সংস্থা অর্থ সহায়তা দিয়েছে। সেগুলো লুটপাট করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। দেশের জনগণের এসব টাকা যারা লুটপাট করেছে তারা দেশে আছে, আমরা চাই তাদের বিচার হোক।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *