রাত ৯:১৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকার: জাহিদ

নিজস্ব প্রতিবেদক

০৯ মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। অথচ জনগণ আর অপেক্ষা করতে রাজি নয়। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার, আত্মমর্যাদা, দেশে-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহিদ। তিনি বলেন, ‘প্রায় এক কোটি প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন রূপরেখা প্রকাশ করা ।

ডা. জাহিদ তার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নিপীড়নের কথা তুলে ধরে বলেন, ‘যতটা নির্যাতন বিএনপির নেতারা সহ্য করেছেন, তাতে তাদের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতির পথে তার অবদান অবিস্মরণীয়।’

তিনি এও বলেন, ‘আজ আওয়াম লীগ জনগণের কাছে কোনো দায়বদ্ধতা অনুভব করছে না। তাদের অপরাধের প্রায়শ্চিত্ত তাদের করতে হবে।’

সভায় বিএনপির নেতারা প্রবাসীদের ভোটাধিকার, সম্পদের সুরক্ষা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের নীতি পরিবর্তনের আহ্বান জানান।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *