বিকাল ৩:৫৬ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২৫

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর চারদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় কলেজ ছাত্র আসিফ হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক কে. এম শাহরিয়ার বাপ্পি সাবেক এ এমপির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় জান্নাত আরা হেনরী এজাহারভুক্ত প্রধান আসামি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি একটি মামলা করা হয়। শহিদ কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ও রয়েছেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহিদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় চলতি বছরের ৪ মার্চ।

 

 

শ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *