সন্ধ্যা ৬:০৭ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করা যায় যে কৌশলে

আইটি ডেস্ক
০৭ মে ২০২৫

 

এমন কিছু কৌশল আছে, যে কৌশলে ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ বাড়িয়ে নেওয়া যায়। আমরা সবাই কমবেশি ওয়াই-ফাই ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায়, গতি কমে যায়। দেখা যায় দিনের বেশিরভাগ সময়ই ওয়াই-ফাইয়ের গতি একেবারে নিম্নপর্যায়ে যায়। কোনো মুভি কিংবা নাটক দেখার সময় এমনটি হলে মুড একেবারেই নষ্ট হয়ে যায়। তাই আমরা কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি।

প্রথমে রাউটারকে ঘরের একেবারে মাঝামাঝি অবস্থানে নিয়ে রাখুন। এতে চার দেয়ালেই সমানভাবে নেটওয়ার্ক ছড়িয়ে পড়তে পড়বে। আর সিঙ্গেল ব্যান্ডের বদলে ডুয়াল ব্যান্ডের রাউটার নেওয়া খুবই জরুরি। তা না হলে এ সমস্যা লেগেই থাকবে।

আর এই ডুয়াল ব্যান্ড রাউটারের সাহায্যে সহজেই ৫ গিগাহার্টজের ব্যান্ড পাওয়া যায়। এতেই ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যায়।

আবার যদি ঘর অনেক বড় হয়, তাহলে আপনাকে লাগাতে হবে ম্যাস ওয়াই-ফাই এক্সটেনশন প্রযুক্তি। এতে পুরো ঘরেই সমান ব্যান্ডের ইন্টারনেট স্পিড বজায় থাকবে।

আপনি প্রতি তিন-চার দিন অন্তর রাউটারটি ৫-১০ মিনিটের জন্য বন্ধ করে রাখুন। কারণ এতে রাউটারের শক্তি বা কর্মক্ষমতা বজায় থাকবে। সেই সঙ্গে রাউটারে ধুলো-ময়লা জমলে সেগুলোও পরিষ্কার করে নেওয়া দরকার, যা না করলে আপনার ইন্টারনেটের পারফরম্যান্স কমতে পারে।

আর রাউটারের পেছনে থাকা ডব্লিউপিএস বাটনের মাধ্যমে কোনো পাসওয়ার্ড ছাড়াই গেস্ট ডিভাইসে সংযোগ করে নিন। এতে ওয়াই-ফাইয়ের স্পিড দ্বিগুণ হবে।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *