রাত ৮:১৪ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলছেন পাকিস্তানি শিল্পীরা

বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৫

 

 

পহেলগাওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় সরাসরি যুদ্ধে জড়িয়ে গেল ভারত-পাকিস্তান। ভারতের হামলায় পাকিস্তানের অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আর পাকিস্তানের হামলায় ১০জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পহেলগাও কাণ্ডের প্রতিবাদ করেছিলেন পাকিস্তানের দুই অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান। গতকাল মঙ্গলবার ভারতের ‘অপারেশন সিঁদুর’ও নিন্দা করেন তারা।

মঙ্গলবার রাত পৌনে ২টায় পাকিস্তানে হামলা করে ভারত। এই হামলায় পাকিস্তানের বেসামরিক ২৬ জন নিহত হন। পাল্টা হামলা করে পাকিস্তান। সেই হামলায় ভারতের অনন্তত ১০ জন নিহত হন।

প্রতিবেশী দুই দেশের এই হামলা-পাল্টা হামলা প্রসেঙ্গ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সোশ্যাল মিডিয়ায় পোস্টে করেছেন

তিনি লিখেছেন, “আমার কাছে বলার মতো ভালো শব্দ এখন জানা নেই। আমার রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মন ভার হয়ে রয়েছে। এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ভেঙে পড়েছে। সেটা কিসের জন্য? এভাবে মোটেও সুরক্ষা দিতে হয় না। এটা নিষ্ঠুরতা। নিরীহ মানুষের উপর বোমা ছুড়ে সেটাকে কৌশল বলছেন! এটাকে শক্তি বলে না। এটা লজ্জাজনক। এটা কাপুরুষোচিত। আমরা আপনাদের দেখছি।”

হানিয়া আমিরের মতো অভিনেত্রী মাহিরাও খানও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লিখেছেন, “সত্যিই কাপুরুষোচিত। আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে। মানুষের যেন সুবুদ্ধি বজায় থাকে।”

অভিনেত্রী মাওরা হোসেন বলিউডেও কাজ করেছেন। তিনি বলেছেন, “পাকিস্তানের উপর ভারতের এই কাপুরুষোচিত অভিযানের চরম নিন্দা করি। নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুক।”

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *