সন্ধ্যা ৬:১২ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

হোয়াটসঅ্যাপে ছবি-মেসেজে স্টিকার রিয়্যাকশন দেওয়া যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ মে ২০২৫

 

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। এবার আরও একটি নতুন ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।

নতুন ফিচারের কারণে ব্যবহারকারীরা মেসেজ এবং মিডিয়ায় স্টিকার ব্যবহার করে রিঅ্যাকশন দিতে পারবেন। বর্তমানে এই প্ল্যাটফর্ম ইমোজি রিঅ্যাকশনের সুবিধা প্রদান করে। যার ফলে অ্যাপ থেকে একটি ইমোজি সিলেক্ট করে কোনো মেসেজের প্রতিক্রিয়া দিতে পারেন ব্যবহারকারীরা। এর পাশাপাশি এবার নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে হোয়াটসঅ্যাপ কনভার্সেশন এবং মিডিয়া ফাইলের জন্য স্টিকার রিঅ্যাকশন অন্তর্ভুক্ত করতে চলেছে।

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল প্যাকে থাকা স্টিকারের সম্পূর্ণ রেঞ্জ, এক্সটার্নাল অ্যাপের মাধ্যমে ইম্পোর্ট করা থার্ড-পার্টি স্টিকার, আগে থেকে সেভ করা স্টিকার অথবা ব্যবহারকারীর নিজের তৈরি করা যে কোনো স্টিকার সাপোর্ট করবে এই স্টিকারগুলো। এমনটাই জানা গিয়েছে।

অ্যানিমেটেড স্টিকারের ক্ষেত্রেও রিঅ্যাকশন হিসেবে মিলবে সাপোর্ট। তবে এখানে একটি বিষয় রয়েছে। আসলে অ্যানিমেটেড স্টিকারগুলোকে লট্টি ফ্রেমওয়ার্ক ব্যবহার করেই তৈরি করতে হবে ব্যবহারকারীদের। আসলে অ্যানিমেটেড স্টিকার অন্তর্ভুক্ত করে ব্যবহারকারীদের মেসেজে রিঅ্যাক্ট করার ক্ষমতা উন্নত করতে চাইছে হোয়াটসঅ্যাপ। ফলে কথোপকথন হয়ে উঠবে আরও মনোগ্রাহী।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা ২.২৫.১৩.২৩ আপডেটে দেখা গিয়েছে এই ফিচার। যদিও আইমেসেজে আইফোন ব্যবহারকারীরা এরইমধ্যে মেসেজ এবং মিডিয়ায় স্টিকার রিঅ্যাকশন দিতে পারেন। অর্থাৎ আইফোন ব্যবহারকারীরা এরইমধ্যে এই ফিচার ব্যবহার করতে পারছেন।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *