সন্ধ্যা ৬:০৬ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ন্যায্য’ পারমাণবিক চুক্তি চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৫

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ন্যায্য পারমাণবিক চুক্তি চায় মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ কথা জানিয়েছেন। তাছাড়া দেশ দুইটির মধ্যে চলমান পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে সহায়তা করতে চায় ক্রেমলিন।

ক্রেমলিন আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইনের নীতিরভিত্তিতে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই আলোচনায় অবদান রাখতে রাশিয়া প্রস্তুত।

সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে ইরান। শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১২ এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফায় বৈঠক করে তেহরান ও ওয়াশিংটন।

হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে ফিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা পদক্ষেপ নিয়ে চলেছেন ইরানের বিরুদ্ধে। ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে, সে লক্ষ্যে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এমনকি বিভিন্ন সময় ইরানে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প।

এরপরও তাদের সঙ্গে চুক্তি করা যায় বলে মনে করছেন ট্রাম্প। এজন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে চিঠিও লিখেছেন তিনি। তবে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা করলে ইরানও বসে থাকবে না।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়ে রাশিয়া ও চীনকে নিয়মিত অবহিত করছে ইরান। এরই মধ্যে এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

 

সূত্র: এএফপি/ এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *