বিকাল ৩:৩২ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

মেট গালায় চমকে দিলেন অন্তঃসত্ত্বা রিয়ানা

নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৫

কালো ও ধূসর রঙের টেইলার্ড পোশাক এবং প্রশস্ত ব্রিমের হ্যাট পরে রিয়ানা যখন লাল কার্পেটে হাজির হন, তখনকার মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে। এবারের কার্পেট ছিল নেভি ব্লু রঙের। এর ওপর ছড়ানো ছিল ড্যাফোডিল ফুল।

রিয়ানা, যার আসল নাম রবিন ফেন্টি। তার সঙ্গী র‍্যাপার এ্যাস্যাপ রকি, আসল নাম রাখিম মায়ার্স। ইতিমধ্যে দুই সন্তানের অভিভাবক তারা। বড় ছেলে আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে। ছোট ছেলে রায়টের জন্ম ২০২৩ সালের আগস্টে।

মেট গালায় চমকে দিলেন অন্তঃসত্ত্বা রিয়ানা

রকি এবারের মেট গালার কো-চেয়ার ছিলেন। রেড কার্পেটে সাংবাদিকদের শুভেচ্ছার জবাবে তিনি বলেন, ‘এটা সময় হয়েছে মানুষকে দেখানোর আমরা কী আবারও কিছু সৃষ্টি করে ফেলেছি!’ তিনি আরও বলেন, ‘আমাদের নতুন সন্তান আগমনের খবরে সবাই খুশি হয়েছে দেখে আমরাও খুব খুশি।’

রিয়ানা ছিলেন এবারের অনুষ্ঠানের শেষ অতিথি যিনি কার্পেটে পা রাখেন।

রিয়ানা এর আগেও দুবার খুব আলোচিতভাবে গর্ভাবস্থার খবর দিয়েছেন। ২০২২ সালে নিউইয়র্কের হারলেমে একটি ফটোশুটে প্রথম সন্তানের ঘোষণা দেন তিনি। ২০২৩ সালে সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় জানিয়ে দেন দ্বিতীয় সন্তানের কথা।

তিনি প্রথম নন যিনি মেট গালায় গর্ভাবস্থার ঘোষণা দিলেন। ২০২৩ সালে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং মডেল কার্লি ক্লসও মেট গালায় তাদের বেবি বাম্প প্রকাশ করেছিলেন। এবার রিয়ানার সাথে বলিউডের কিয়ারা আদভানিও তার বেবি বাম্প প্রকাশ করলেন মেট গালার মঞ্চে।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *