বিনোদন ডেস্ক
৬ মে ২০২৫
জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের নানা বিষয় নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে ভারতীয় গীতিকার জাভেদ আখতারকে। এবার তার কড়া সমালোচনায় করলেন পাকিস্তানের অভিনেত্রী বুশরা আনসারি। জাভেদের এই বিষয়ে কথা বলা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা উচিত বলে জানান বুশরা।
জাভেদের নাম না করেই বুশরা বলেন, ‘আমাদের তথাকথিত লেখকের শুধু একটি অজুহাতের প্রয়োজন ছিল। আসলে, তিনি মুম্বাইয়ে ভাড়া বাড়ি পাননি। তাই নিজের অস্তিত্বের পরিচয় দিতে নানা মন্তব্য করছেন। আমি জানি না আপনি কী বলছেন। একটু লজ্জা থাকা উচিত। কতদিনই বা আর বাঁচবেন? তাও এত অপ্রয়োজনীয় কথা বলছেন কেন?’
জাভেদেরও প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের মতো চুপ থাকা উচিত বলেই মত বুশরার। অভিনেত্রীর ভাষ্যে, ‘আপনার এত সাহস? দয়া করে একটু চুপ করুন। নাসিরুদ্দিন শাহও তো রয়েছেন।’
‘তিনি তো চুপচাপই রয়েছেন। তাই না? বাকি সকলেও চুপ। যার মনে যা আছে, তা নিজের মধ্যেই রাখা উচিত। আমি জানি না আপনি কেন এত বাজে কথা বলছেন। তবে এ ভাবে উস্কে দেওয়া ঠিক নয়।’
প্রসঙ্গত, জাভেদ ভারতে কেন্দ্রীয় সরকারের কাছে পেহেলগামে হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন।
ফা আ/ এনজি