রাত ১০:৪৮ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

খাদ্য নিরাপত্তায় এডিবির ৪০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ মে ২০২৫

 

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদারে ২০৩০ সালের মধ্যে ৪০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রাথমিকভাবে ১৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি থাকলেও, তা আরও ২৬ বিলিয়ন বাড়িয়ে মোট ৪০ বিলিয়ন ডলারে উন্নতি করেছে সংস্থাটি।

রোববার (৪ মে) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল ইতালির মিলানে এডিবির ৫৮তম বার্ষিক সভায় খাদ্য নিরাপত্তায় এডিবির এই লক্ষ্যমাত্রা চূড়ান্ত হয়।

সংস্থাটি জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য উৎপাদন ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে। কৃষি ও প্রক্রিয়াকরণ থেকে শুরু করে বিতরণ ও ভোগ পর্যন্ত সম্পূর্ণ খাদ্য উৎপাদন প্রক্রিয়া জুড়ে একটি বিস্তৃত কর্মসূচিতে অর্থায়নের ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, এই অঞ্চলের দেশগুলোকে আরও বৈচিত্র্যপূর্ণ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে সহায়তা করা। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত প্রভাব হ্রাস এবং একটি স্থিতিশীল কৃষি সরবরাহ চেইন গড়ে তোলা সম্ভব হবে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন হুমকির মুখে। এই বর্ধিত সহায়তা ক্ষুধা নিবারণ, পুষ্টির উন্নতি ও পরিবেশ রক্ষায় সহায়ক হবে। কৃষি উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পুরো খাদ্য সরবরাহ চেইনে ইতিবাচক পরিবর্তন আনা হবে।

এডিবির অতিরিক্ত এই ২৬ বিলিয়ন অর্থের মধ্যে ১৮.৫ বিলিয়ন ডলার সরাসরি সরকারগুলোকে এবং ৭.৫ বিলিয়ন ডলার বেসরকারি খাতে বিনিয়োগ করা হবে। ২০৩০ সালের মধ্যে মোট বিনিয়োগের ২৭ শতাংশের বেশি বেসরকারি খাত থেকে আসবে প্রত্যাশা করেছে সংস্থাটি।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *