স্পোর্টস ডেস্ক
আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হবে না হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। ধারে এই ক্লাবে এসেছিলেন প্রিমিয়ার লিগে ফেরানোর লক্ষ্য নিয়ে। সেটার খুব কাছে গিয়েও আপাতত থাকতে হচ্ছে অপেক্ষায়। অন্যদিকে হামজার মূল দল লেস্টার সিটি অবনমনে পড়েছে বাজে ফর্মের কারণে। শেফিল্ড ইউনাইটেডই তাই বাংলাদেশি তারকার প্রিমিয়ার লিগে ফেরার একমাত্র সুযোগ।
সেই ফেরার জন্য শেফিল্ডকে আপাতত পেরুতে হবে প্লে-অফের বাধা। ইএফএল চ্যাম্পিয়নশিপেন লিডস এবং বার্নলির পেছনে থেকে লিগ শেষ করেছে দ্য ব্লেডস খ্যাত শেফিল্ড। আসরের নিয়ম অনুসারে তাই দুই লেগের সেমিফাইনাল এবং এক ফাইনাল অপেক্ষা করছে তাদের জন্য। চ্যাম্পিয়নশিপ লিগ শেষের পরে সেই সেমিফাইনাল লাইনআপও চূড়ান্ত হয়েছে তাদের জন্য।
একেবারে শেষ দিনে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রিস্টল সিটি। প্লে-অফে তাদেরকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে কভেন্ট্রি সিটি এবং সান্দারল্যান্ড। সেমির প্রথম লেগ হবে ৮ এবং ৯ তারিখ। দ্বিতীয় লেগ ১২ এবং ১৩ তারিখ। এই দুই সেমিফাইনালে জয়ী দল খেলবে প্লে-অফ ফাইনাল। সেখানে যারা জিতবে, তারাই চলে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে।

আগামী ৮মে সেমির প্রথম লেগে ব্রিস্টল সিটির মাঠ অ্যাশটন গেইটে যাবে শেফিল্ড। ফিরতি লেগে ১২ তারিখ ঘরের মাঠ ব্রেমাল লেইনে ব্রিস্টলকে স্বাগত জানাবে তারা। অন্য সেমিফাইনালে ৯ তারিখ খেলা হবে কভেন্ট্রি সিটির ঘরের মাঠে। আর ১৩ তারিখের ফিরতি লেগ হবে সান্দারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে।
ব্রিস্টলকে দুই লেগের প্রতিযোগিতায় হারাতে পারলে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৪ তারিখ চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনাল খেলবে ক্রিস ওয়াইল্ডারের শেফিল্ড ইউনাইটেড।
চ্যাম্পিয়নশিপ প্লে-অফ লাইনআপ
১ম লেগ
ব্রিস্টল সিটি বনাম শেফিল্ড ইউনাইটেড (৮ মে )
কভেন্ট্রি সিটি বনাম সান্দারল্যান্ড (৯ মে)
২য় লেগ
শেফিল্ড ইউনাইটেড বনাম ব্রিস্টল সিটি (১২ মে)
সান্দারল্যান্ড বনাম কভেন্ট্রি সিটি (১৩ মে)
ফাইনাল
১ম সেমিফাইনাল জয়ী বনাম ২য় সেমিফাইনাল জয়ী (২৪ মে)
সেমির প্রথম লেগের প্রতিপক্ষ ব্রিস্টলের বিপক্ষে অবশ্য চলতি মৌসুমে লিগে হারতে হয়নি শেফিল্ডকে। নভেম্বরে ব্রিস্টলকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছিল শেফিল্ড। মার্চে ফিরতি লেগের ম্যাচে খেলা শেষ হয় ১-১ গোলে। সেই ম্যাচে ব্লেডসদের একাদশে ছিলেন হামজা চৌধুরীও।
শ ই / এনজি