রাত ১০:৩৫ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

‘সুগার ড্যাডি না থাকলে মিডিয়াতে বেশি টাকা কামানো সম্ভব না’

বিনোদন প্রতিবেদক
০২ মে ২০২৫

 

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘অন্তরা’ চরিত্র দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। অনেক বছর ধরেই কাজ করছেন নাটক ও বিজ্ঞাপন জগতে, তবে সর্বাধিক আলোচনায় আসেন এই ধারাবাহিকের মাধ্যমেই। শিগগিরই শুরু হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর শুটিং, যেখানে আবারও দেখা যাবে ফারিয়াকে।

সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং মিডিয়ার বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। বিশেষ করে, মিডিয়ায় নারী শিল্পীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে সরাসরি নিজের অবস্থান তুলে ধরেন।

ফারিয়া বলেন, ‘মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি- আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’

তিনি আরও বলেন, ‘তাই আমার ক্ষেত্রে এ জন্য কোনো টাকা পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই।’
তার এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার সাহসী স্বীকারোক্তির প্রশংসা করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যঙ্গ করেও মন্তব্য করছেন।

উল্লেখ্য, ফারিয়া শাহরিন অভিনীত ব্যাচেলর পয়েন্ট এর নতুন সিজনের কাজ শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই, যেখানে আগের মতোই তাকে দেখা যাবে প্রাণবন্ত ‘অন্তরা’ চরিত্রে।
ফারিয়া শাহরিন ব্যাচেলর পয়েন্ট অন্তরা মিডিয়া

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *