রাত ১০:৩৬ | শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২, গ্রীষ্মকাল | ২৫ জিলকদ, ১৪৪৬

তিন বছর আগের ত্রিশাল পর্ব নিয়ে ‘ইত্যাদি’ ফিরছে নজরুলের ছায়ায়

বিনোদন প্রতিবেদন

 ০২ মে ২০২৫

 

facebook sharing button
messenger sharing button
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিধন্য স্থান ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে ধারণ করা ‘ইত্যাদির’ একটি বিশেষ সংকলিত পর্ব প্রচারিত হবে আগামী শুক্রবার রাতে।

তিন বছর আগে ধারণ করা এই পর্বের মঞ্চ সাজানো হয়েছিল কবির অমর কবিতা ও প্রতিকৃতি দিয়ে। বরাবরের মতো এই পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। ত্রিশালে ধারণ করা এই পর্ব ছাড়াও এতে সংকলিত রয়েছে ইত্যাদির অন্যান্য পর্বের নির্বাচিত অংশ।

এই পর্বে একটি জনপ্রিয় নজরুলসংগীত পরিবেশন করেছেন বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। এছাড়া নজরুলের তিনটি গান ও দুটি কবিতা নিয়ে তৈরি একটি সংগীত পরিবেশনায় অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। এই গানের সংগীতায়োজন করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম।

এছাড়াও সংকলিত অংশে রয়েছে ইত্যাদির সাভার ইপিজেড পর্ব থেকে সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দীর গাওয়া একটি জনপ্রিয় গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু।

বরাবরের মতো এবারও রয়েছে হৃদয় ছোঁয়া প্রতিবেদন, যার মধ্যে রয়েছে নজরুলের ত্রিশাল অধ্যায়ের সংক্ষিপ্ত বিবরণ, অসাধু ব্যবসায়ীদের চাল বাজারে কারসাজি, কৃষিবিদ অধ্যাপক আবু বকর সিদ্দিকের কৃষিকাজ, ময়মনসিংহের ফুলপুরের মানবিক গল্প এবং গ্রিসের অ্যাক্রোপোলিস সম্পর্কে তথ্যবহুল প্রতিবেদন।

দর্শক পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে ত্রিশাল ও নজরুলকে ঘিরে চারজন দর্শককে নির্বাচিত করা হয়। দ্বিতীয় অংশে থাকছে নজরুলসংগীত ও লোকসংগীতের পরিবেশনা এবং বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক রেজাউল করিম।

পর্বে আরও থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে বিদ্রূপাত্মক নাট্যাংশ এবং নিয়মিত বিভাগগুলো — মামা-ভাগনে, নানি-নাতি ও চিঠিপত্র।

এই পর্বটি শুধুমাত্র বিনোদনের নয়, একই সঙ্গে ইতিহাস, সংস্কৃতি ও মানবিকতার সংমিশ্রণে একটি মূল্যবান উপস্থাপন হিসেবেও বিবেচিত হতে পারে।

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *