রাত ৪:১৬ | শুক্রবার | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বিয়ের ছয় দিন আগে হবু বরকে ব্লক করেছিলেন উর্বী

বিনোদন প্রতিবেদক

০১ মে ২০২৫

 

 

বছর খানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর বিয়ের প্রস্তাব। শেষ পর্যন্ত এক হয়েছিল চার হাত। গত বছরের ২৭ ডিসেম্বর গুলশান আজাদ মসজিদে বিয়ে করেন নবীন অভিনয়শিল্পী প্রিয়ন্তী উর্বী। বিয়ের সময়কার গল্প বলতে গিয়ে উর্বী জানান, বিয়েটা বাতিল করে দিয়েছিলেন তিনি। বিয়ের ছয় দিন আগে হবু বরকে ফেসবুকেও ব্লক করেছিলেন।

পত্রিকা ও বিজ্ঞাপনের মডেল, তারপর টিভি নাটকে অভিনয়। এই ছিল প্রিয়ন্তীর ক্যারিয়ারের সূচনা। এ বছর পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে উর্বীর। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই কেন বিয়ে করলেন এই তরুণ?

 

নিচ্ছিলেন বিয়ের প্রস্তুতি, বাবা হারিয়ে বিহ্বল অভিনেত্রীবিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

উর্বীর বর সালমান আহমেদ একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগের কর্মকর্তা। পড়ালেখা করেছেন মালয়েশিয়ায়। বিয়ের পর তাই নতুন বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন দেশটিতে। প্রিয়ন্তী বলেন, ‘আমার বরের পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছি। সে যে জায়গায় পড়াশোনা করেছে, সেখানেও গিয়েছি। লাংকাউই দ্বীপসহ আরও বেশ কিছু জায়গায় ঘুরে বেড়িয়েছি।’

কেবল ফেসবুক নয়, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলেন উর্বী। তিনি বলেন, বিয়ে করবো না বলে ভয়ে সব জায়গা থেকে ব্লক করেছিলাম। কিন্তু সালমান আমাকে সামনা-সামনি বুঝিয়ে বলেছে, সবকিছু ঠিক করে ফেলবে। তারপর আমি রাজি হই। ঘটনা হলো, আমার শাশুড়ি মা বিয়ের আগেই চাবির গোছা আমার হাতে দিয়েছিলেন। আমি সেটা হারিয়ে ফেলি। সেটা একটা ভয়! পরে অবশ্য সেটা খুঁজে পাওয়া যায়। কিন্তু একটু ভয় ঢুকে গিয়েছিল।’

২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান উর্বী। ‘নীলচক্র’ ছবিতে অভিনয় প্রসঙ্গে উর্বী বলেন, ‘অনেক সুন্দর একটা গল্পের সিনেমা, আশা করি দর্শকের খুব ভালো লাগবে। অপেক্ষায় আছি, দর্শক সিনেমাটা দেখবেন।’ অন্যান্য কাজ প্রসঙ্গে প্রিয়ন্তী উর্বী বলেন, ‘বেশ কয়েকটা কাজে যুক্ত হয়েছি। সামনের বছর বেশ কয়েকটা সিনেমা মুক্তি পাবে। বেশ কয়েকটা নাটকেও কাজ করেছি। যেগুলো আসবে ঈদে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন প্রিয়ন্তী উর্বী। ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন ওয়েব কনটেন্টে।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *