রাত ৪:৪৯ | বৃহস্পতিবার | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মা দীপিকা, দাদু অমিতাভ বচ্চন, শাহরুখকন্যার সঙ্গী কে?

বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫

 

বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে বলে কথা। তার প্রথম সিনেমা চর্চিত, কিন্তু জনপ্রিয় হয়নি। দ্বিতীয় সিনেমায় এই ফাঁকটুকুও যাতে না থাকে তার জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না কিং খান। তিনি নিজে তো থাকবেনই, সঙ্গে ডেকে নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকেও।

সব ঠিক থাকলে চলতি বছরেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার বহু প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিং শুরু করতে পারেন। সিনেমাতে সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। তার সঙ্গে কথা হয়েছে পরিচালকের। নায়িকা নাকি সই করেও ফেলেছেন ‘কিং’ সিনেমায় অভিনয়ের জন্য। এ কথা গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন।

‘কিং’ সিনেমার চমক এখানেই শেষ নয়; এ সিনেমা একটি বিশেষ চরিত্রের জন্য ভাবা হয়েছে শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চনকেও। বিগ বির সঙ্গেও নাকি কথা চলছে। তিনিও না করতে পারবেন না— এমনই আশা পরিচালক-প্রযোজকের।

এর পরেই সিনেপাড়ায় গুঞ্জন ওঠে— তাহলে কি সুহানার স্বামীর ভূমিকায় অমিতাভ-দৌহিত্র অগ্যস্ত নন্দা? সুহানার প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’-এও তিনিই শাহরুখকন্যার বিপরীতে নায়ক ছিলেন। বাস্তবেও উভয়ের নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব শেষ। এবার রুপালি পর্দায় সম্পর্ক আরও গভীরে নেওয়ার পালা।

জানা গেছে, অভিনেত্রী দীপিকাকে শাহরুখের নায়িকার ভূমিকায় দেখা যাবে। শাহরুখের সঙ্গে অমিতাভ ও দীপিকা উভয়েই একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সব ঠিক থাকলে মে মাসে সিনেমার শুটিং শুরু হবে। প্রযোজনায় থাকছে যথারীতি বাদশাহর রেড চিলিজ।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমাটি প্রথমে পরিচালনা করার কথা ছিল পরিচালক সুজয় ঘোষ এবং তার মেয়ে দিয়ার। ‘দিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখকে আলিয়া ভাটের সঙ্গে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল, ঠিক সে রকমই একটি চরিত্রে মেয়ে সুহানার সঙ্গে দেখা যাবে তাকে। সেই মতো চিত্রনাট্যও লিখেছিলেন সুজয় ঘোষ। যার পরতে পরতে রহস্য ও রোমান্স ছড়ানো। পরে এ সিনেমা পরিচালনার দায়িত্ব হস্তান্তরিত হয়ে আসে সিদ্ধার্থ আনন্দের হাতে।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *