ভোর ৫:৩৩ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

দেশের বাজারে বিওয়াইডির নতুন গাড়ি: খরচ কিলোমিটারে ৪ টাকা ১২ পয়সা

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৫

 

বাজারে নতুন মডেলের গাড়ি এনেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। বাংলাদেশের বাজারে সিজি রানার প্রতিষ্ঠানের মাধ্যমে আসা গাড়িটির মডেল সিলায়ন-৬। জ্বালানি ও চার্জ দুই ভাবেই চলবে এ গাড়ি। ‘বিওয়াইডি সিলায়ন-৬’ মডেলের গাড়িটি এক চার্জ ও ট্যাংক ভর্তি তেলে ১ হাজার ৯২ কিলোমিটারের বেশি পথ চলতে পারে। জ্বালানি ও চার্জ এই দুই মাধ্যমে গাড়িটি চালালে প্রতি কিলোমিটার ৪ টাকা ১২ পয়সা খরচ হবে। যেখানে শুধু ব্যাটারিতে চালালে প্রতি কিলোমিটার চালাতে ৩ টাকার কম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সিজি রানার বিডি লিমিটেড আয়োজনে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে “মিডিয়া ড্রাইভ” পরিচালনা করা হয়। সেখানে গাড়িটির সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

জানা গেছে, গাড়িটিতে ৬০ লিটার ফুয়েল ট্যাংক ও ট্রাকশন ১৮.৩ কিলোওয়াট ব্যাটারি রয়েছে। জিয়াওইয়ুন ১.৫ লিটারের উচ্চ-দক্ষতাসম্পন্ন ইঞ্জিনের মাধ্যমে মাত্র ৮.৫ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি অর্জন করা সম্ভব। এছাড়াও এডিএএস, ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা ও ৬টি এয়ার ব্যাগের মতো উন্নত নিরাপত্তা প্রযুক্তি গাড়িকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলেছে।

গাড়ির ভেতরে রয়েছে – ১৫.৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানারমিক সানরুফ। সিলায়ন ৬ হারবার গ্রে, স্টোন গ্রে, আর্কটিক হোয়াইট ও ডিলান ব্ল্যাক এই চারটি রঙে পাওয়া যাচ্ছে এই গাড়িটি। এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। গাড়িটির বর্তমান ওজন ১৯৪০ কেজি।

গাড়ি সামনে চাইলে যেকেউ তার মোবাইল ফোন তারবিহীন চার্জ দিতে পারবেন। এছাড়া সামনে ও পিছনে ইউএসবি ও টাইপ সি চার্জিং পদ্ধতি রয়েছে। বয়েজ কন্ট্রোলের মাধ্যমে গাড়ির বিভিন্ন ফিচার ব্যবহার করা যায়।

সর্বাধুনিক সব ফিচারের পাশাপাশি ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে এই গাড়ি। এর মধ্যে রয়েছে ব্যাটারির জন্য ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার (যেটি আগে আসে) এবং ড্রাইভ ইউনিটের জন্য ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। এ ছাড়া ক্রেতারা চাইলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭০ শতাংশ ঋণের মাধ্যমে গাড়িটি কিনতে পারবে।

অন্যান্য প্রধান যন্ত্রাংশের জন্য ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি। ফিল্টার, ব্রেক প্যাড, টায়ার ও অন্যান্য উপকরণের জন্য ৬ মাস বা ৫,০০০ কিলোমিটার ওয়ারেন্টি সুবিধা। এ সমস্ত ওয়ারেন্টি সুবিধা বিওয়াইডি সিলায়ন ৬-কে বাজারের অন্যান্য গাড়ির তুলনায় আরও বেশি অনন্য করে। তবে প্রথম ২০০ জন ক্রেতার জন্য গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা।

আরো জানা গেছে, গাড়িতে প্রযুক্তি ব্যবহারে এগিয়ে রাখতে চাবির বিকল্প হিসেবে এনএফসি কার্ড রয়েছে। এই কার্ড দিয়ে গাড়ির দরজা ওপেন ও গাড়ি চালু করা যাবে। প্রতিটি গাড়ির জন্য একটি কার্ড। গাড়ির চাবিও থাকবে।

বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপক চার্লস রেন বলেন, আমাদের গাড়িগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, যা আমাদের পরিবেশবান্ধব এবং শক্তিশালী করে তুলেছে। এমনকি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে আরও সাশ্রয়ী ও উন্নত প্রযুক্তির গাড়ি বাজারে আনা, যেন দেশের আরও বেশি মানুষ এই সুবিধা নিতে পারেন।

প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বিক্রয়োত্তর সেবার মান—এসবই আমাদের অনন্য করে তোলে। আমরা শুধু গাড়ি বিক্রি করি না, বরং একটি বন্ধুত্ব তৈরি করার চেষ্টাও করি। আমাদের চেয়ারম্যান সবসময় বলেন—“গাড়ি বিক্রি করো, বন্ধু তৈরি করো।” এটাই আমাদের দর্শনের মূল কথা- যোগ করেন তিনি।

বিওয়াইডি গ্রাহক অভিজ্ঞতা বিশেষজ্ঞ রেজওয়ান রহমান বলেন, বিওয়াইডি সিলায়ন সিক্স একটা প্লাগইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি। এটির সুবিধা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক চার্জেও চালাতে পারবেন। প্রয়োজন হলে রেগুলার তেলের গাড়ির মতো চালাতে পারবেন।

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *