সকাল ১১:১৭ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

আমরা চাঁদাবাজি, অসততা, দখলদারি, দুঃশাসনের বিরুদ্ধে লড়ছি: জামায়াত আমির

প্রতিনিধি, মৌলভীবাজার
২৯ এপ্রিল ২০২৫

 

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘সরকারে গেলাম কি গেলাম না, এটা বড় কথা নয়। আমরা প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য লড়ছি না। আমরা লড়ছি, দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য। আমরা চাঁদাবাজি, অসততা, দখলদারি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়ছি। কোরআনের আলোকে দরদি সমাজ গঠনের লক্ষ্যে লড়ছি আমরা। ক্ষমতার লড়াই নয়, মানবতার লড়াই করছি। মানবিক বাংলাদেশ চাই আমরা।’

আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জামায়াতের আমির। দেশব্যাপী সংগঠনের গণসংযোগ পক্ষ উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামী এ সভার আয়োজন করে।

দেশ নিয়ে বলতে গিয়ে সভায় জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ ছোট দেশ, বিপুল জনগোষ্ঠী। সমাজটাকে সুন্দর করে সাজানো যায়নি। অতীতে অনেকে জনগণের আমানত রক্ষা করেছেন, আবার অনেকে পারেননি। সমাজে খারাপ অবস্থার সৃষ্টি হয় যখন আল্লাহকে কেউ ভয় করে না। আমরা ক্ষমতায় যেতে চাই না, আল্লাহর বিধানকে পৌঁছে দিতে চাই। এরপরও জনগণের ভালোবাসায়, আল্লাহর ইচ্ছায় (ক্ষমতায়) যেতেও পারি। জনগণের আমানতের বোঝা যেন বহন করতে পারি।’

এ দেশে সব ধর্মের লোকের বসবাস থাকলেও বেশির ভাগ মানুষ মুসলমান হওয়ায় কোরআনের আইন চালুর বিষয়ে দাবি জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘এ দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে থাকি। দেশের বেশির ভাগ মানুষ মুসলমান। এ দেশে কোরআনের আইন চললে সবাই শান্তিতে থাকবে। কোরআন শুধু মুসলমান নয়, সব ধর্ম–গোষ্ঠীর মানুষকে শান্তি দিতে এসেছে। সবাই যার যার উপাসনা করবে।’

নারীর অধিকার ও সামাজিক মর্যাদা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘আমরা নিরাপত্তা ও মর্যাদা চাই। কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সবাই কাজ করবে। নারীরাও করবে। নারীদের সামাজিক মর্যাদা ও সম্মানের জায়গাটা নেই এখন। কোরআন এ নিরাপত্তা দেয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে সবাই শান্তিতে বসবাস করতে পারবে।’

বেলা দুইটার দিকে উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে সভা শুরু হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল হাই হেলালের সভাপতিত্বে ও সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির নায়েবে আমির মাওলানা আবদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম, আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার–১ (জুড়ী ও বড়লেখা উপজেলা) আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। সভায় জুড়ীসহ পার্শ্ববর্তী বড়লেখা ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তিনি ২০০১ সালের সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে চার–দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামীর আমির নিজের জন্মস্থান কুলাউড়া পৌরসভার মিলনায়তনে অমুসলিম সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মত বিনিময় করেন। সংগঠনের কুলাউড়া উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *