সকাল ১১:১৭ | বুধবার | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রবাসী ভোটে প্রস্তুতির পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৫

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে সীমাবদ্ধতা থাকলেও কাজ শুরু করতে হবে, এমন মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত ‘প্রবাসী বাংলাদেশিদের ভোট ব্যবস্থা উন্নয়ন’ বিষয়ক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। তিন সদস্যের প্রতিনিধিদলে নজরুল ইসলামের সঙ্গে ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত নির্বাচন কমিশনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কারণ, আমরাই প্রথম এ দাবি তুলেছিলাম। ২০১৪ সালের আরপিও সংশোধনের সময়, ২০১৬ সালে খালেদা জিয়ার নির্বাচন সংস্কার প্রস্তাবেও এটি ছিল। এমনকি ২০২২ সালের ২৭ দফা এবং ২০২৩ সালের ৩১ দফাতেও বিষয়টি উল্লেখ আছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অনলাইন, পোস্টাল ও প্রক্সি -এই তিন পদ্ধতির কথা বলেছে। এর মধ্যে সবচেয়ে সহজ, গ্রহণযোগ্য ও সাশ্রয়ী পদ্ধতি নির্বাচন করুক ইসি, এটাই আমাদের প্রত্যাশা।”

প্রবাসীদের ভোটে জাতীয় পরিচয়পত্র ছাড়াও পাসপোর্টকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন তিনি। তার মতে, অনেক প্রবাসীর এনআইডি নেই। কিন্তু পাসপোর্ট রয়েছে। ফলে ভোটাধিকার প্রয়োগে পাসপোর্টকে অন্তর্ভুক্ত করাই বাস্তবসম্মত।

রাজনৈতিক দলগুলোর নেতাদের উপস্থিতি

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া সেমিনারে অংশ নেয় জামায়াতে ইসলামী, লেবার পার্টি, সিপিবি, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, মুসলিম লীগ, কংগ্রেস, ডেভেলপমেন্ট পার্টি, এনপিপি, জাসদ, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ ২০টির মতো দল।

জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন রাশেদ খান, সিপিবির পক্ষ থেকে সাজ্জাদ জহির চন্দন, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম ও ইয়ারুল ইসলাম, ডেভেলপমেন্ট পার্টির আনোয়ারুল ইসলাম চান, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বাবর চৌধুরী প্রমুখ।

সেমিনারে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং সাংবাদিকরাও অংশ নেন এবং মতামত দেন।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *